Logo
Logo
×

সারাদেশ

মুক্তাগাছায় ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৮:১২ এএম

মুক্তাগাছায় ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

অভিযুক্ত ফেরদৌস । ছবি: যুগান্তর

ময়মনসিংহের মুক্তাগাছায় মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে ৬০ বছর বয়সি এক বৃদ্ধা দাদির মৃত্যু হয়েছে।

উপজেলার কুমারগাতা ইউনিয়নের কুমারগাতা গ্রামে মঙ্গলবার (১০ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জমিলা একই এলাকার লোকমানের স্ত্রী। ঘাতক নাতি ফেরদৌস (২২) তার ছেলে খলিলের পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন নাতি ফেরদৌসকে (২২) গোসল করাতে গেলে রাগান্বিত হয়ে হাতের পাশে থাকা গাছের ডাল দিয়ে বৃদ্ধা দাদির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা জমিলাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন খলিলের ছেলে ফেরদৌস। দাদি জমিলা তাকে গোসল করাতে গেলে তার মাথায় গাছের ডাল দিয়ে জরে আঘাতের কারণেই দাদির মৃত্যু হয়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ফেরদৌসকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম