Logo
Logo
×

সারাদেশ

যাত্রাবিরতির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:২৯ এএম

যাত্রাবিরতির দাবিতে রাজশাহীতে রেলপথ অবরোধ

রেলপথ অবরোধ। ছবি: যুগান্তর

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার (১১ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনো ট্রেন চলাচল করতে পারেনি। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বেকায়দায় পড়েন ট্রেনে চলাচলকারী যাত্রীরা। তবে সকাল সাড়ে ৮টার পরে ১৬ জুন পর্যন্ত সময় বেধে দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘোষণার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে নন্দনগাছী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল চারঘাট, পুঠিয়াসহ কয়েকটি উপজেলার জনসাধারণ। এসব কর্মসূচিতে একত্বতা প্রকাশ করে ট্রেন থামানোর আলটিমেটাম দিয়ে আসছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সর্বশেষ বুধবার ভোর থেকে পুনরায় ট্রেন থামানোর দাবিতে অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় জনতা। ভোর থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি ট্রেনসহ আন্তঃনগর ট্রেন বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আগামী ১৬ জুনের মধ্যে ট্রেন থামানোর ব্যবস্থা করা না হলে আবারো কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এরপর অবরোধ প্রত্যাহার করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থপক জানান, এভাবে ঈদের পরে ট্রেন বন্ধ করে অবরোধ করা খুবই দুঃখজনক। এটি জনদুর্ভোগ ছাড়া কিছুই না। ট্রেন থামানোর সিদ্ধান্ত ঢাকা থেকে না এলে আমার পক্ষে ট্রেন থামানো কোনোভাবেই সম্ভব নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম