নিখোঁজ ইজিবাইক চালকের লাশ মিলল ব্রিজের নিচে

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:২৬ পিএম

ছবি : যুগান্তর
রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজের পরদিন ব্যাটারিচালিত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চন্দনা নদীর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আসলাম প্রামানিক (৪২) পাংশা
উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের পিয়ার আলী ওরফে পেনু প্রামানিকের
ছেলে।
কালুখালীর থানার ওসি মুহম্মদ জাহেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আসলামের প্রতিবেশী সিরাজুল ইসলাম শাহজাহান জানান, মঙ্গলবার সকালে
আসলাম বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। এরপর
থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোক বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার হদিস
পাননি। পরে বুধবার সকালে কালুখালীর চন্দনা নদীর ব্রিজের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে
খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আসলামের পরিবারের লোক গিয়ে লাশটি
শনাক্ত করেন।
ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে- ইজিবাইক নিয়ে এ
হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠান হয়েছে।’