Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের দুদিন পর কর্ণফুলী নদী থেকে জেলের লাশ উদ্ধার

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম

নিখোঁজের দুদিন পর কর্ণফুলী নদী থেকে জেলের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুদিন পর বুধবার সকালে নদীর কদমতলি অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেছে।

মৃত নকুল মল্লিক রাঙামাটির কাপ্তাই উপজেলার বাসিন্দা।

জানা গেছে, গত সোমবার বিকেলে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা অংশে নকুল নামের ওই জেলে কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি অন্য এক মাঝির নৌকা নিয়ে নদী পার হন। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও নকুল নিখোঁজ ছিল।

চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক বলেন, ‘বুধবার সকালে লাশ ভেসে উঠার খবর পাওয়ার পর নুকুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা লাশটি শনাক্ত করেছে। নুকুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে মারা যান।’

কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ বলেন, ‘যেহেতু লাশটি রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম