
ময়মনসিংহে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে। এতে বাসটির হেলপার মঞ্জুরুল হাসান (৪১) নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৯ যাত্রী।
বুধবার সকালে নগরীর চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল শেরপুরের শ্রীবরদী এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা
জুনায়েদ এক্সপ্রেস নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে নগরীর শম্ভুগঞ্জ
চায়না মোড় এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডার ভেঙে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান। আহত হয় আরও ১৯ যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে শিশুসহ সাতজনকে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, ‘দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা
প্রক্রিয়াধীন।’