Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ যুবক আটক

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:৪২ পিএম

কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধপথে আনা ভারতীয় পণ্যসহ নাজমুল হক (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক নাজমুল হক উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার বাসিন্দা। 

জানা গেছে, বুধবার ভোরে পুলিশের একটি টহল দল চিনাহালা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে ভারতীয় ওরিয়ন বিস্কুট, পন্ডস পাউডার, চকলেট, সাবানসহ একটি ট্রাক আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজমুল হককে আটক করা হয়।  

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ভারতীয় পণ্যসহ ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।  আটক নাজমুল হককে নেত্রকোনা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম