Logo
Logo
×

সারাদেশ

নানার বাড়িতে আসা শিশুকে যুবকের ধর্ষণচেষ্টা

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:১৩ পিএম

নানার বাড়িতে আসা শিশুকে যুবকের ধর্ষণচেষ্টা

কিশোরগঞ্জের ভৈরবে নানার বাড়িতে বেড়াতে আসা ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক।

এ ঘটনায় জিহান মিয়াকে (১৯) মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত জিহান এলাকার দানিস বেপারির বাড়ির মৃত শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটির নানার বাড়ি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। মায়ের সঙ্গে শিশুটি দুই মাস আগে নানাবাড়ি বেড়াতে আসে। ঈদ উপলক্ষে শিশুটি মায়ের সঙ্গে খালার বাসায় বেড়াতে যায়। বাসাটি তিনতলা ভবন। শিশুটি অন্যান্য শিশুদের নিয়ে বিকালে ওই ভবনের ছাদে খেলতে যায়। এ সময় বখাটে জিহাদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি খালা দেখে তাকে আটক করে।

এ ব্যাপারে শিশুটির বাবা বলেন, ঘটনায় আমি থানায় মামলা করেছি। বখাটে জিহাদের বিচার দাবি করছি।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাতেই জিহানকে গ্রেফতার করে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম