৯ দিন পর মিয়ানমারের চোরাকারবারিদের হাত থেকে মুক্ত দুলাল
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অপহরণের ৯ দিন পর মিয়ানমারের মাদক চোরাকারবারিদের হাত থেকে মুক্তি পেয়েছেন দুলাল মিয়া। মুক্তিপণ ছাড়াই তাকে ফেরত দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
বুধবার দুপুরে মেনচংপাড়া সংলগ্ন সীমান্ত এলাকার জিরো পয়েন্টে বিজিবি, ইউপি চেয়ারম্যান, স্থানীয় কার্বারী এবং আরাকান আর্মির উপস্থিতিতে দুলাল মিয়াকে ফিরিয়ে দেয় অপহরণকারী মাদক চোরাকারবারিরা। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
দুলাল মিয়াকে গত ৩ জুন দুপুরে গর্জনপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। তার সঙ্গী মোহাম্মদ জয়নালকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল, তবে তিনি পালিয়ে আসতে সক্ষম হন।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, অপহরণকারীরা দাবি করেছে, পূর্বে আলীকদমের কয়েকজন নাগরিক ২৫ লাখ টাকার ইয়াবা চেতনানাশক দিয়ে ছিনতাই করে নেয়। সেই ঘটনার প্রতিশোধ এবং অর্থ উদ্ধারের উদ্দেশ্যে দুলালকে গরু বিক্রির ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো জানান, অপহরণের পর দুলালের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে প্রশাসন, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যকর সহযোগিতায় কোনো মুক্তিপণ ছাড়াই দুলালকে নিরাপদে ফেরত আনা সম্ভব হয়েছে।
রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, দুলাল মিয়াকে কুরুকপাতা ও নয়াপাড়া ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা এবং চোরাকারবারি দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
