Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:১৭ এএম

দুর্গাপুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে সহপাঠীদের সাথে গোসলে নেমে পানিতে ডুবে অরিশা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে পৌরসভার ডাকুমারা এলাকার সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পৌর শহরের তেরী বাজার এলাকার রাজীব মৃধার মেয়ে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে পৌরসভার ডাকুমারা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় শিক্ষার্থী অরিশা। পরবর্তিতে দুপুরের পর তিন সহপাঠীদের সাথে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে অরিশা। গোসলের একপর্যায়ে নদীর চোরাবালির গর্তে পড়ে যায় তারা।

এসময় স্থানীয় এক যুবক নদীর পার থেকে ঘটনাটি দেখে দ্রুত তিনজনকে উদ্ধার করলেও পানিতে ডুবে যায় অরিশা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরিশাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম