Logo
Logo
×

সারাদেশ

চলতি মৌসুমে ২৮২৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:৪২ এএম

চলতি মৌসুমে ২৮২৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ

চলতি বছরে বোরো সংগ্রহ অভিযানে ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। সংগ্রহ অভিযানের দুই মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের অর্জিত হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন। এ ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ অগাস্ট পর্যন্ত চলমান থাকবে। চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পেরে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সন্তুষ্ট। ধান সংগ্রহ অভিযান সরাসরি চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে কঠোরভাবে তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। সেন্ট্রাল স্টোরেজ ডিপো-সিএসডি, লোকাল স্টোরেজ ডিপো-এলএসডি, জেলা ও উপজেলা সমূহে ধান সংগ্রহ করা হচ্ছে।

চট্টগ্রাম খাদ্য বিভাগ সূত্র জানায়, অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২০২৫ মৌসুমে বিভাগ ওয়ারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বিভাজনে চট্টগ্রাম বিভাগে ৪৫ হাজার ৬৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুমোদন পাওয়া যায়। পরে ২৫ শতাংশ হিসাবে অতিরিক্তসহ ৪৬ হাজার ৬১৯ লক্ষ্যমাত্রা ধরা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে গত ২৪ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ধান সংগ্রহের মাত্রা কিছুটা বেড়েছে। বিশেষ করে ধান সংগ্রহের হার। কৃষকরা সরকার নির্ধারিত দরে ধান বিক্রি করতে উৎসাহিত হচ্ছেন।

হাটহাজারী উপজেলার কৃষক আবদুল হামিদ জানান, সরকারকে ধান বিক্রি করতে আগের মত ঝামেলা পোহাতে হচ্ছে। ধান নিয়ে গেলেই নিয়ে নিচ্ছেন কর্মকর্তারা। প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের যথাযথ মূল্যায়ন করছেন।  প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা আন্তরিক সহায়তা করছেন।

চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী যুগান্তরকে জানান, বোরো সংগ্রহ অভিযান চলমান রয়েছে। ১১ জুন পর্যন্ত ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। বর্তমান সরকার বোরো ধান সংগ্রহ মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের কৃষকের মুখে হাঁসি ফোটানোর লক্ষ্যে প্রতি কেজি ধানের মুল্য ৩৬ টাকা নিধারণ করেছে। এতে কৃষকের ধান সংগ্রহের ব্যাপারে উৎসাহ যেমন বেড়েছে তেমনি দেশের খাদ্যের চাহিদা মেঠাতে আশানুরুপ ফলাফল পাওয়া যাচ্ছে ।  বোরো ধান সংগ্রহ সফল করার লক্ষ্যে জেলা, উপজেলা ও এলএসডি সমুহে নিদের্শনা ও নিবিড় তদারকির মধ্যে রাখা হয়েছে। কোন অনিয়ম পেলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম