গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০০
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:০৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর বেলাবতে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টায় নরসিংদীর বেলাব বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার চরবেলাবতে ফুটবল খেলায় দুই খেলোয়াড় আহত হয়। তাদেরকে মোটরসাইকেল এবং অটোরিকশা যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিল সহযোগীরা। সন্ধ্যায় তারা বেলাব বাজার ফলপট্টিতে পৌঁছালে মোটরসাইকেলে হর্ন দেয়। এতে বেলাব মাটিয়াল পাড়ার কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে মাটিয়ালপাড়ার লোকজন দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে চর বেলাবরের লোকজনের ওপর আক্রমণ করে। এতে চারজন আহত হয়।
আহতরা হলেন- চরবেলাবরের আব্দুর রাজ্জাকের ছেলে সাদ্দাম হোসেন (৩২), একই গ্রামের লায়েছের ছেলে রাশেক (৩০), একই গ্রামের রাজিব ও ইউসুফ। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টায় চরবেলাবরের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেলাব বাজারে আক্রমণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে তারা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল ও সর্ট গানের গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলামের মৃত্যু হয় এবং আহত হয় ১০জন পুলিশসহ শতাধিক লোক।
বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরবেলাব গ্রাম থেকে ৭ থেকে ৮শ লোক বাজারে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ বাধা দেয়। এতে তারা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় ১০ পুলিশ আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে।
ওসি জানান, নিহত সাইফুল কোন পক্ষের গুলিতে মারা গেছে তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি।
