কাউনিয়ায় স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:১৮ পিএম
প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কাউনিয়ায় স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক প্রেমিকা। ওই কিশোরীকে একাী বাড়িতে ফেলে রেখে প্রেমিকসহ পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে সটকে পড়েছেন। এ ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আটানী গ্রামে।
বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, প্রেমিক যুবকের বাড়ির বারান্দায় প্রেমিকা ওই কিশোরী একা অসহায় হয়ে বসে আছেন। স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থানকারী কিশোরীকে দেখতে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকশাহবাজ আটানী গ্রামের জহুরুল হকের ছেলে প্রেমিক স্বাধীন মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে, স্ত্রীর মর্যাদা দাবিতে অবস্থানরত প্রেমিকা অভুক্ত অবস্থায় একাকী বারান্দার মেঝেতে বসে সারারাত নির্ঘুম কাটিয়েছেন।
ওই কিশোরী জানান, ঈদুল ফিতরের তিন দিন পর আমাকে নিয়ে প্রেমিক স্বাধীন ঢাকায় পালিয়ে যান। সেখানে একসঙ্গে ২৬ দিন অবস্থান করার পর উভয় পরিবারের ফোন পেয়ে আমরা বাবার বাড়িতে ফিরে আসি।
১৩ মে তিস্তায় এক আত্মীয়ের বাড়িতে আমাদের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হয়। ওই দিন কুড়িগ্রাম নোটারি পাবলিক কার্যালয়ে কোর্ট ম্যারেজ করা হয়।
মেয়ের ভাই কামরুল ইসলাম জানান, আমাদের অজান্তে আমার বোনের সঙ্গে আমার শ্যালকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন পালিয়ে ঢাকায় গিয়ে ২৬ দিন অবস্থান করার পর গ্রামে ফিরে এসে এক আত্মীয়ের বাড়িতে বিয়ে করে। এ বিয়ের বিষয়ে উভয় পরিবারের মধ্যে কথা হয় যে, কুরবানির ঈদের পরের দিন বসে মীমাংসা করা হবে; কিন্তু তারা কোনো সাড়া না দেওয়ায় আমার বোন স্ত্রীর মর্যাদা দাবিতে শ্যালক স্বাধীন মিয়ার বাড়িতে বুধবার গিয়ে দুই দিন ধরে অবস্থান করছে।
কাউনিয়া থানার ওসির দায়িত্বে থাকা এসআই ব্রজ গোপাল কর্মকার বলেন, লোকমুখে শুনেছি। কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
