Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেত্রী প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:২৯ পিএম

আ.লীগ নেত্রী প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক

ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে মহিলা আওয়ামী লীগের নেত্রী রেহানা পারভীন ও কথিত প্রেমিক বাবলুকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। 

বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে রেহানার নিজ বাসায় এ ঘটনা ঘটে। 

রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পলশিয়া গ্রামের মো. শাহ আলমের স্ত্রী। 

অপরদিকে প্রেমিক মো. বাবলু মিয়া সার পলশিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি ‘ডেকোরেটর বাবলু’ নামে পরিচিত। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহিলা নেত্রী রেহানা পারভীন এবং মো. বাবলুর মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল।  বুধবার রাতে তারা উপজেলার পলশিয়া গ্রামের রেহানার বাড়িতে আপত্তিকর অবস্থায় মিলিত হন। পরে গ্রামবাসী ওই বাড়িটি ঘিরে ফেলে এবং হাতেনাতে তাদের দুজনকেই আটক করেন। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ভিড় জমান। 

বাবলু মিয়া ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক এবং রেহানা পারভীন ৩ সন্তানের জননী। 

রেহানা পারভীনের ছেলে আব্দুল্লাহ জানান, বাবলু মিয়ার সঙ্গে তাদের পারিবারিক এবং ধার-দেনার সম্পর্ক রয়েছে। 

ভূঞাপুর থানার এসআই (মামলার তদন্ত কর্মকতা) কামরুল ইসলাম বলেন, তাদের মধ্যে অনেক আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল, স্থানীয়রা ওতপেতে ছিল, যখন বাড়ির ছাদে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন তারা হাতেনাতে ধরে মারধর করেন। গ্রামপুলিশ সংবাদ দিলে আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাদের টাঙ্গাইল  জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম