Logo
Logo
×

সারাদেশ

বিয়েবাড়িতে ব্যস্ত মা, পুকুরে ডুবে মারা গেল ৫ বছরের মেয়ে

Icon

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম

বিয়েবাড়িতে ব্যস্ত মা, পুকুরে ডুবে মারা গেল ৫ বছরের মেয়ে

ভোলার চরফ্যাশনে বিয়েবাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা রাজিয়া বেগম। এর ফাঁকে পুকুরে ডুবে ময়না নামের ৫ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার নুরাবাদ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াছ মাঝির মেয়ে। 

শিশুর চাচা শাওন বলেন, বুধবার দুপুরে আমার বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। আমার ভাবি রাজিয়া বেগম ব্যস্ত ছিলেন। ময়না হাতে বোতল নিয়ে বাড়ির পুকুরে যায়। এরপর ময়নাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন, অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম