Logo
Logo
×

সারাদেশ

যমুনা নদীতে ১১ মর্টারশেল বিস্ফোরণ

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

যমুনা নদীতে ১১ মর্টারশেল বিস্ফোরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন ১১টি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়। পরে সেগুলো যমুনা নদীতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নলিন এলাকায় যমুনা নদীতে মর্টারশেলগুলো বিস্ফোরণ করে সেনাবাহিনীর একটি টিম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম ও সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওসি একেএম রেজাউল করিম জানান, বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত ১১টা মর্টারশেল উদ্ধার করে সেনা ক্যাম্পে প্রেরণ করা হয়েছিল। পরে সেগুলো বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নলিন এলাকার যমুনা নদীতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, ১১টি মর্টার শেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

গত বুধবার ১১ জুন সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়ার শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মর্টারশেলগুলো দেখতে পান। আশপাশের লোকজনকে বিষয়টি জানালে মর্টারশেলগুলো এক নজর দেখতে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলগুলো উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, ১৯৭১ সালে পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল। উদ্ধারকৃত মর্টারশেলগুলো মুক্তিযুদ্ধকালীন সামরিক অস্ত্র। যমুনা নদীর পাড়ে মরিচা ধরা অবস্থায় মর্টারশেলগুলো একত্রে পড়ে ছিল। কিছু শেলের গায়ে জং ধরে গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম