ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকশিমুল গ্রামের বড়পাড়ার সাধুর গোষ্ঠীর নূরে আলম এবং বড়বাড়ী গোষ্ঠীর মোহাম্মদ রউফ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ বৃহস্পতিবার উত্তপ্ত রূপ নেয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র- টেঁটা, বল্লম, রড, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ ও জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, জায়গা-জমি নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
