Logo
Logo
×

সারাদেশ

কয়রায় পচা মাংস বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৭:০৬ পিএম

কয়রায় পচা মাংস বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

খুলনার কয়রায় গরুর পচা মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ী সিদ্দিক মোড়ল ১নং কয়রা গ্রামের রহিম মোড়লের ছেলে।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে কয়রা সদরের পুরাতন বাজারে সিদ্দিক মোড়লের মাংসের দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় ওই দোকানে পচা মাংস জব্দ করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ কারাদণ্ড দেওয়া হয়। 

জানা গেছে, কয়রা বাজারে গরুর পচা মাংস বিক্রি করছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকান থেকে আনুমানিক ৫ কেজি গরুর পচা মাংস জব্দ করা হয়। পরবর্তীতে মাংস ব্যবসায়ী ছিদ্দিককে  ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের জেল দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, গরুর পচা মাংস বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পচা মাংস বিক্রির অভিযোগে পচা মাংস জব্দ ও বিক্রেতাকে জেল জরিমানা করা হয়েছে। এ সময় কয়রা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম