Logo
Logo
×

সারাদেশ

সিলেটে ট্রেনে আগুন নিয়ে গুজব

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:১০ পিএম

সিলেটে ট্রেনে আগুন নিয়ে গুজব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলস্টেশন এলাকায় পারাবত ট্রেনের বগিতে ভয়াবহ আগুন লেগেছে দাবি করে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পুরোনো ভিডিও প্রচার করতে দেখা গেছে। 

এতে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একজন ফেসবুক ব্যবহারকারী MD Shajanuddin Ahmed নামে এক ব্যক্তি Live stream by GoIndiaLive App এর মাধ্যমে পুরোনো ভিডিও ফেসবুক লাইভ করে বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে পোস্ট করেন। 

পোস্টে তিনি উল্লেখ করেন, শমসেরনগর বিমানবন্দর এলাকার উসমানগড় গ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুনের দৃশ্য।

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ সময় সাধারণত ঢাকা থেকে সিলেট আসে পারাবত ট্রেন। সেজন্য মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। এদিকে এ রকম গুজবের কারণে বিভ্রান্তির মধ্যে পড়েন সিলেট থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী যাত্রীরা। 

জানা যায়, প্রতিদিন সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পারাবত ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে দুপুর ১টায় সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায়। প্রতিদিন বিকাল ৪টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় পারাবত ট্রেন। সেজন্য গুজব ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার পারাবত ট্রেনগামী যাত্রীরা বিভ্রান্তিতে পড়ে যান।

ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে ঢাকাগামী যাত্রী পারভেজ আহমদ, জাকির হোসেন ও খালেক মিয়া জানান, হঠাৎ করে স্টেশন এলাকায় বলা হচ্ছে আজকে পারাবত ট্রেন ঢাকা যাবে না। ঢাকা থেকে সিলেট আসার পথে শমসেনগর এলাকায় বগিতে আগুন লেগেছে। এ তথ্যটি ছড়িয়ে পড়ার পর অনেক যাত্রী হতাশ হয়ে স্টেশন থেকে ফিরে যান। কিছুক্ষণ পর যখন জানাজানি হলো বিষয়টি ভুয়া এবং পারাবত ট্রেনে আগুন দুর্ঘটনাটি গুজব, তখন আবার যাত্রীরা স্টেশনে আসেন। 

গুজব প্রচারকারী ব্যক্তির ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি কাতার প্রবাসী এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাড়ি। ফেসবুকে পোস্ট করা ভিডিওটি ২০২২ সালের ১১ জুনের। ওই দিন মৌলভীবাজারের শমসেনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম