Logo
Logo
×

সারাদেশ

সাড়ে ৫৮ হাজার টাকা ফেরত পেলেন ১৮২ বাসযাত্রী

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:৫২ পিএম

সাড়ে ৫৮ হাজার টাকা ফেরত পেলেন ১৮২ বাসযাত্রী

জয়পুরহাটে সেনা অভিযানে ঢাকাগামী বিভিন্ন পরিবহণের নৈশকোচের (বাস) যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়ার ৫৮ হাজার ৫শ টাকা ফেরত পেয়েছেন ১৮২ জন যাত্রী। এ নিয়ে জয়পুরহাটে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত দু দিনে প্রায় ৩০০ জন ঢাকাগামী বাসযাত্রী মোট ৭৮,৫০০ টাকা ফেরত পেলেন।

 

সূত্রে জানা যায়, জয়পুরহাটে বিভিন্ন পরিবহণের কাউন্টারগুলো থেকে ঈদের ছুটিতে বাড়ি আসা ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে কৌশলে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে টিকিট বিক্রির মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

 

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে জেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ক্ষেতলাল ও কালাই উপজেলা এলাকায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।

 

তারা বাসযাত্রী ও বাসের (কোচের) সুপারভাইজারদের সঙ্গে কথা বলে এবং টিকিট দেখে ঢাকা-জয়পুরহাট চলাচলকারী পরিবহণে প্রতিষ্ঠান (কোম্পানি) হানিফ এন্টারপ্রাইজ, শাহ ফতেহ আলী পরিবহণ, আলম এন্টারপ্রাইজ, সেলফি এন্টারপ্রাইজ, এসআর প্লাস, আহাদ এন্টারপ্রাইজ, মেঘা এন্টারপ্রাইজ ও নাদের এন্টারপ্রাইজ নামের ৮টি পরিবহণের (কোম্পানির) বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় করা সংক্রান্ত অভিযোগের সত্যতার প্রমাণ পান।

 

সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পরিবহণগুলোর বাসমালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে যাত্রী সাধারণের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেওয়া অতিরিক্ত ভাড়ার ৫৮ হাজার ৫শ টাকা আদায় করে ১৮২ জন বাসযাত্রীর মধ্যে ফেরত দিয়েছেন সেনা সদস্যরা।

 

একই অভিযোগে গত মঙ্গলবার রাতে জেলার জয়পুরহাট-ঢাকা মহাসড়কের বটতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনা সদস্যরা ঢাকাগামী বিভিন্ন নৈশকোচে অভিযান চালিয়ে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে পরিবহণ মালিকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার ২০ হাজার টাকা আদায় করে সেনা সদস্যরা প্রায় ১০০ জন বাস যাত্রীকে ওই টাকা ফেরত দেন।

 

জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় জয়পুরহাট থেকে ঢাকায় চলাচলকারী বিভিন্ন পরিবহণের ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম