জাম পেড়ে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের চেষ্টা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পেড়ে দেওয়ার প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী উপজেলার বিদ্যাবাগিস গ্রামে।
আটক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার যমজ বোন বাগানে জাম কুড়ানোর জন্য যায়। এ সময় পাশের বাড়ির সাইফুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৮) তাদের দেখে কাছে ডাকে নেয়। একপর্যায়ে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কৌশলে আটকে রাখে। সেখানে লোকজন না থাকায় এক বোনকে কৌশলে জামগাছের পাশে জঙ্গলে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় সঙ্গে থাকা অপর বোন বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ছুটে এলে ধর্ষক কৌশলে পালিয়ে যায়। পরে গ্রামবাসী জোট হয়ে ধর্ষককে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ধর্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
বাদী জানান, ছেলেটি এর আগেও দুইটি শিশু মেয়েকে অপদস্থ করেছে। এবার আমার মেয়েটির ওপর একইভাবে নির্যাতন করেছে। আমি সঠিক বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।
ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম জানান, শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।
