কাছারি বাড়ির গেট থেকে ফিরে গেলেন চিত্রনায়ক উজ্জ্বল ও তার স্ত্রী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে ঈদ ভ্রমণে গিয়ে প্রধান ফটক থেকেই ফিরে গেলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও তার স্ত্রী।
দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় স্ত্রীসহ শুধু গেটের সামনে ছবি তুলেই তারা ফিরে গেলেন।
গত ৮ জুন এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তাকর্মীর সঙ্গে মারপিটের ঘটনার পর ১০ জুন ওই দর্শনার্থীর সমর্থকরা হামলা চালিয়ে কাছারি বাড়ির অফিস ও অডিটোরিয়ামে ভাঙচুর করে। এ ঘটনার পর গত বুধবার সকাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম জানান, বুধবার বিকালে চিত্রনায়ক উজ্জ্বলের আগমনে গেট এলাকায় ভক্তদের ভিড় জমে। তবে প্রবেশাধিকার না থাকায় তিনি গেটেই কিছু সময় অবস্থান করে পাবনার উদ্দেশে রওনা দেন।
কাছারি বাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমান বলেন, ঈদের সময়ে সাধারণত বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে; কিন্তু হামলা ও ভাঙচুরের ঘটনার পর প্রশাসনিক সিদ্ধান্তে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, ৮ জুন এক দর্শনার্থী তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে প্রবেশমূল্য নিয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে ঘটনা ঘটে। পরে দর্শনার্থী শাহনেওয়াজ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ১০ জুন শাহনেওয়াজের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এরপর অর্ধশতাধিক বিক্ষুব্ধ জনতা কাছারি বাড়ির কাস্টডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামে ভাঙচুর চালায়।
ঘটনার পরদিন কাস্টডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে শাহনেওয়াজকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু সাঈদ জানান, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
