Logo
Logo
×

সারাদেশ

বন্দরে দুই যুবককে অপহরণ, গ্রেফতার ৩

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:১১ পিএম

বন্দরে দুই যুবককে অপহরণ, গ্রেফতার ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে দুই যুবককে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তি পণ দাবির ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার গ্রামে অপহরণের এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলো, বন্দরের মদনপুর দেওয়ানবাগ এলাকার হাজী শহিদুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান শিশির (৩৫), বন্দরের নেহাল সরদারেরবাগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রুবেল মিয়া (২৯) ও সোনারগাঁ উপজেলার নাজিরপুর বড়বাড়ি গ্রামের নান্নু মিয়ার ছেলে সুমন (২৮)।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়বন্দরের ধামগড় ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকার ফয়েজ আহমেদের ছেলে  রনি (৪০),  বাবুল (৪৮) ও অপুসহ ১০-১২ জন অপহরণকারী।

এ ব্যাপারে অপহরণের শিকার ফাহিমের (১৭) মামা হৃদয়হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বন্দর থানায় মামলা করেছেন।

হৃদয় হোসেন জানান, ভাগ্নে ফাহিম ও তার বন্ধু মোহন মিয়া বুধবার রাত নয়টার দিকে তাদের আরেক বন্ধু অপুর সঙ্গে দেখা করতে বন্দরের লাউসার এলাকার জনৈক জাহাঙ্গীর মিয়ার বাড়িতে যায়। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপহরণকারীরা দুজনকে একটি কক্ষে আটকে রাখে। তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-তে কল করে পুলিশকে জানান। পরে বন্দর থানা পুলিশ ফাহিম ও মোহনকে উদ্ধার করে এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করে।

বন্দর  থানার ওসি  তরিকুল ইসলাম জানান, অপহরণ ঘটনায় মামলা হয়েছে।  তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম