Logo
Logo
×

সারাদেশ

ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:২২ এএম

ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে নয়জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিপাড়া বিওপি কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

ভারতের বাহিনীর ঠেলে দেওয়া লোকদের মাঝে দুই শিশুও রয়েছে। আটজনের বাড়ি খুলনা বাগেরহাট এবং একজনের বাড়ি ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামে বলে জানা গেছে।

তারা সকলে আটবছর যাবৎ চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতো।

বিজিবি জানায়, চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। সীমান্ত এলাকায় আসতেই বৃহস্পতিবার সকালে ভারতের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে সন্ধ্যায় ১১৩৯ মেইন পিলার ৮/এস ৯ এর কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়। 

খবর পেয়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। কড়ই একটি মাদ্রাসায় বিজিবি হেফাজতে তাদের রাখা হয়েছে।

পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি নেত্রকোনা ৩১ ব্যাটলিয়ান এর সিইও কামরুজ্জামান। তিনি বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম