বাউফলে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত রহিম জোমাদ্দার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (১১ জুন) বিকালে বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের জোমাদ্দার বাড়িতে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি।
সূত্র জানায়, ওই গ্রামের কালাম হাওলাদার ও রহিম জোমাদ্দারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। বুধবার বিকালে কালাম হাওলাদার ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে গুরুতর আহত হন রহিম জোমাদ্দার। তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি মারা যান।
নিহতের বড় ছেলে মহসিন জোমাদ্দার সাংবাদিকদের বলেন, কামাল হাওলাদারের নেতৃত্বে আমার বাবার ওপর হামলা হয়। থানায় লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি পুলিশ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
