Logo
Logo
×

সারাদেশ

কিট সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনা পরীক্ষা বন্ধ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:১৫ পিএম

কিট সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনা পরীক্ষা বন্ধ

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

নতুন করে ভারত জুড়ে বেড়েছে করোনার প্রাদুর্ভাব। দ্রুত ছড়িয়েও পড়ছে সংক্রমণ। যার প্রভাব পড়তে পারে বাংলাদেশে। তাই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেখানে কাজ করছে একটি মেডিকেল টিম। 

তবে স্বাস্থ্য পরীক্ষা চালু থাকলেও করোনা পরীক্ষার কিট না থাকায় সেখানে করোনা পরীক্ষা হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, কিটের চাহিদা জানানো হয়েছে, দ্রুত কিট আসবে। 

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। এ টিমের সদস্যরা সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারত থেকে আসা পাসপোর্ট ধারী যাত্রীদের হেলথ স্ক্যানার মেশিন দ্বারা শরীরের জ্বর পরীক্ষা করছে। 

শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি কিংবা জ্বর শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে কিট সংকটের কারণে করোনা পরীক্ষা করা হচ্ছে না। 

জেলায় কিটের চাহিদা জানানো হয়েছে, কিট আসলেই আমরা করোনা পরীক্ষা শুরু করব। ইতিমধ্যে আমরা জনগণকে করোনা সম্পর্কে সচেতন করছি এবং ইমিগ্রেশন চেকপোস্টে মাস্ক বিতরণ করছি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি করোনার ওমিক্রন ভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এলএফ ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১-এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে। 

আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এ ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, ভারতসহ আশপাশের কয়েকটি দেশে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে। 

একইসঙ্গে প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়। যেসব বিদেশি যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন, তাদেরও স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে। 

এছাড়া করোনা সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ জেলার বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম