কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় সাত নারীসহ আহত ১০
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৬:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় সাতজন নারীসহ ১০ ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকালে রশিদুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন, উত্তর সিঙ্গেরগাড়ি পূর্বপাড়া গ্রামের ফরিদুলের স্ত্রী মন্নুজান, মৃত একাব্বরের স্ত্রী মাহিলা, জিয়ার মেয়ে ইমু, জামালের স্ত্রী ফরিদা, তফছারের স্ত্রী জোলেখা, রশিদুলের স্ত্রী নুন্নাহার, সেলিমের স্ত্রী জনি, তফছারের ছেলে জিয়ারুল, ফরিদুল ও তার ছেলে রুবেল।
অভিযোগে জানা গেছে, জমি নিয়ে একই এলাকার তহিদুলের সঙ্গে ফরিদুলের বিরোধ সৃষ্টি হয়। এতে ফরিদুলের শ্যালক রশিদুল তার ভগ্নিপতির পক্ষ নেয়। ক্ষিপ্ত হয়ে তহিদুল গং আগে রশিদুলের বাড়িতে ও পরে রাস্তায় ফরিদুলের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ওই সাতজন নারীসহ ১০ ব্যক্তি গুরুত্বর আহত হলে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
