Logo
Logo
×

সারাদেশ

অভয়নগরে রাস্তা বন্ধ করে ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

অভয়নগরে রাস্তা বন্ধ করে ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকাল ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের তালতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তালতলা এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমেদ রিপনের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধন থেকে দাবি করা হয়, নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ তালতলা থেকে একতারপুর যাওয়ার একটি রাস্তা খুঁড়ে খোলা ড্রেন নির্মাণ করছে। যার কারণে বন্ধ হয়ে গেছে চলাচলের এ রাস্তা। সাধারণ মানুষ যাতে চলাচল করতে পারে সেজন্য ড্রেনের ওপর স্লাব বসিয়ে রাস্তা নির্মাণের দাবি জানান তারা। 

অন্যথায় পৌরসভা ঘেরাও করার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। দাবি পূরণ না হলে রেলপথ মহাসড়ক অবরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন চলাকালে পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেন, জাহানারা খাতুন, শমসের আলম, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, মুরাদ হোসেন, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম টুলু, কৃষকদল নেতা আশরাফুর রহমান, সেচ্ছাসেবক দল নেতা মোল্লা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম