দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহৃত গ্রেনেড উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৯:৩৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের কৃষিজমি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অব্যবহৃত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার উদ্ধার করা গ্রেনেডটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেন।
শুক্রবার সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলার বিশ্বম্ভরপুরের চালবন্দ পয়েন্ট এলাকা সংলগ্ন জমিতে একজন কৃষক কাজ করতে গিয়ে গ্রেনেড সাদৃশ্য কিছু দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেন। সাব্বির নামে এক জমির মালিকের মরিচ খেতে এটি দেখা যায় বলে জানা গেছে।
এরপর জেলার শান্তিগঞ্জে থাকা সেনাবাহিনীর সদস্যরা ওই জমি থেকে গ্রেনেডটিকে শুক্রবার উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে দুপুরের দিকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে তা নিষ্ক্রিয় করেন।
৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লে. কর্নেল (সুনামগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক) লে. কর্নেল সালেহ আল হেলাল যুগান্তরকে বলেন, এটি সক্রিয় কে-৩৬ কিংবা এম-৩৬ মডেলের গ্রেনেড। এ ধরনের গ্রেনেডে ৫ থেকে ৬ শতাধিক স্পিন্টার থাকে, যা প্রাণঘাতী। এই ধরনের গ্রেনেড দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ চলার সময়ে ব্যবহৃত হতো বলে ধারণা করেন সেনাক্যাম্পের অধিনায়ক।
