Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতা হাসান মামুনের বহিষ্কারাদেশ ‘ভুয়া’

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৫২ পিএম

বিএনপি নেতা হাসান মামুনের বহিষ্কারাদেশ ‘ভুয়া’

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ও হাসান মামুন। ছবি: যুগান্তর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে- এমন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে চিঠিটি ভুয়া বলে জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 

এদিকে শুক্রবার সন্ধ্যার পর চিঠিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে গলাচিপা-দশমিনা উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই চিঠিতে লেখা ছিল- পটুয়াখালী- ৩ আসনে দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং স্থানীয় বিএনপির সব নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। 

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল তার স্বাক্ষর নকল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিজ্ঞপ্তিটি তার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। 

এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া চিঠিটি এডিট করে গুজব ছড়ানো হচ্ছে। দলের নেতাকর্মীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম