Logo
Logo
×

সারাদেশ

ঈদের ছুটিতে রাঙামাটির ঝুলন্ত সেতুতে দর্শনার্থীর ভিড়

Icon

সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৫২ পিএম

ঈদের ছুটিতে রাঙামাটির ঝুলন্ত সেতুতে দর্শনার্থীর ভিড়

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠে পর্যটন নগরী রাঙামাটি। রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতুতে প্রতিদিন গড়ে শত শত দর্শনার্থীর সমাগম ঘটে। এবার ঈদে টানা দশ দিনের সরকারি ছুটি শনিবার শেষ হতে চলেছে। 

ছুটির শেষ মুহূর্তেও পর্যটকদের উপস্থিতি এখনো চোখে পড়ার মতো। শুক্রবারও ঝুলন্ত সেতু দর্শনে শত শত পর্যটকের উপস্থিতি ছিল। সরকারি পর্যটন মোটেলে শনিবার পর্যন্ত ৫০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে। একই তথ্য পাওয়া গেছে শহরের অন্য আবাসিক হোটেল এবং আশপাশের বিনোদন কেন্দ্রগুলোর।    

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ঈদুল-আজহার দশ দিনের ছুটিতে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমে। জেলা সদর ও কাপ্তাইসহ পর্যটকরা বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্র পর্যন্ত ঘুরে বেড়ান।

শুক্রবার রাঙামাটির ঝুলন্ত সেতুসহ আশপাশের বিনোদন স্পট ও কেন্দ্রে দেখা যায় পর্যটকদের ঢল। প্রকৃতিপ্রেমী মানুষের পদচারণায় মুখর আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমণ, সুবলং ঝরনা স্পট, চাংপাং, বরগাঙ, বার্গীলেকসহ পর্যটকরা ঘুরছেন বিভিন্ন স্পটে। শহরের আবাসিক হোটল-মোটেলগুলোতে ৫০-৬০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে। 

রাঙামাটি শহরের আবসিক হোটেল কসমস ইন্টারন্যাশনালের স্বত্ব্বাধিকারী মো. সালাউদ্দিন বলেন, এবার ঈদের ছুটি ঘিরে তাদের হোটেলে শনিবার পর্যন্ত পুরোপুরি বুকিং আছে। শহরের একাধিক আবাসিক হোটেলের কর্মকর্তারা ৬০ শতাংশ কক্ষ কক্ষ বুকিং থাকার তথ্য জানিয়েছেন।

রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, এবার কুরবানি ঈদের ছুটি ঘিরে এক সপ্তাহজুড়ে পর্যটন মোটেলর মনোরম ঝুলন্ত সেতুতে প্রতিদিন গড়ে তিন হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। শুক্রবারও একই সংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন ঝুলন্ত সেতুতে। মোটেলে গত সপ্তাহব্যাপী শতভাগ কক্ষ বুকিং ছিল। শনিবার পর্যন্ত ৫০ শতাংশ কক্ষ বুকিং। 

এদিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রেও এখনো পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে বলে খবর পাওয়া গেছে। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ জানান, সেখানে ৯৮টি রিসোর্ট-কটেজের সবগুলোতেই শুক্রবার পর্যন্ত শতভাগ বুকিং আছে।

অন্যদিকে জেলার কাপ্তাই উপজেলার শিলছড়ি নিসর্গ রিভারভ্যালি অ্যান্ড পড হাউসসহ সেখানকার বিনোদন কেন্দ্রগুলোতেও প্রচুর পর্যটকের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম