Logo
Logo
×

সারাদেশ

জাফলংয়ে বাড়ছে পর্যটক, খুশি ব্যবসায়ীরা

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১০:৫৫ পিএম

জাফলংয়ে বাড়ছে পর্যটক, খুশি ব্যবসায়ীরা

জাফলংয়ের জিরো পয়েন্ট। ছবি: যুগান্তর

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন পর্যন্ত জাফলংয়ে আশানুরুপ পর্যটক আসতে দেখা যায়নি। এতে ব্যবসায়ীরা একটু সংশয়ে ছিলেন। কিন্তু খরা কাটিয়ে ঈদের চতুর্থ দিন (মঙ্গলবার) থেকে পর্যটক বাড়তে থাকে জাফলংয়ে। এতে পর্যটন ব্যবসায়ীদের মাঝে খুশির আমেজ দেখা দেয়। হাজারো পর্যটকের আগমনে কর্মচাঞ্চল্য দেখা যায় পর্যটক সংশ্লিষ্টদের মাঝে। 

শুক্রবার সকাল থেকে কড়া রোদ মাথায় নিয়ে পর্যটকরা ঘুরতে বের হয়েছেন। মেঘালয়ের পাহাড়, পাথর আর ঝর্ণার স্বচ্ছ জলের সমাহার দেখে যেন তারা মুগ্ধ হন। গরমে অসহ্য হয়ে অনেককে  শীতল পানিতে গা ভেজাতে দেখা গেছে।

এছাড়াও পরিবার পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরছেন আর ছবি তুলছেন। কেউ কেউ নৌকা নিয়ে মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লী আর চা-বাগানের উদ্দেশে যাচ্ছেন। লোকে লোকারণ্য ছিল চারপাশ।

শুক্রবার ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি একসঙ্গে থাকায় প্রচুর পরিমাণ পর্যটক জাফলংয়ে বেড়াতে আসেন। বাকি দিনগুলোতে এভাবেই পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন, ঈদের দিন থেকে শুরু করে ঈদের তিনদিন অতিবাহিত হলেও আশানুরুপ পর্যটক জাফলংয়ে আসেননি। বুধবার থেকে আলহামদুলিল্লাহ ভালো পর্যটক বেড়াতে আসছেন। এতে ব্যবসায়ীরা কিছু বেচাকেনা করে খুশি রয়েছেন।

ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, এবার ঈদের শুরুতে পর্যটকের সংখ্যা কম ছিলো। তখন বেচাকেনা ছিল একেবারে কম। এরপর আস্তে আস্তে বাড়তে থাকে। এতে ভালো বেচা বিক্রি হচ্ছে। 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং। ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়, পাথর আর ঝর্ণার সৌন্দর্য দেখে পর্যটকরা মুগ্ধ হয়ে থাকেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতি বছরের ঈদ মৌসুমে বিপুল পরিমাণ পর্যটক বেড়াতে আসেন জাফলংয়ে। এ বছরও নানান ধরণের পর্যটকরা ছুটে এসেছেন। ঈদ মৌসুম বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের সংখ্যা বেড়ে যায়। 

গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং ছাড়াও বিছনাকান্দি, রাতারগুল ও পানতুমাইসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও ঈদে দর্শনার্থী বেড়াতে এসেছেন।

রাজশাহী থেকে বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে এসেছেন সাইফ খান। তিনি জানান, ঈদের লম্বা ছুটি পেয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে এসেছি। এখানকার চারপাশের পরিবেশ খুব চমৎকার। জাফলংয়ের মায়াবী ঝর্ণা মন কেড়ে নিয়েছে। অনেক সময় সেখানে কাটালাম। গোসল করলাম। ভালো লাগলো।

জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জাফলং ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। কোনো অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রয়েছে। এছাড়াও নিজেদের বাচ্চাদের সঙ্গে রাখা এবং সাতার না জানলে পানিতে না নামার জন্য হ্যান্ড মাইক দিয়ে সতর্ক করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম