Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গার সাবেক এমপি জোয়ার্দ্দার ছেলুন মারা গেছেন

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০১:৫৮ এএম

চুয়াডাঙ্গার সাবেক এমপি জোয়ার্দ্দার ছেলুন মারা গেছেন

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। জোয়ার্দ্দার ছেলুন এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

গত কয়েকদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই সংসদ-সদস্য। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

জোয়ার্দ্দার ছেলুন ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চুয়াডাঙ্গা-১ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম