Logo
Logo
×

সারাদেশ

পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৮:১৫ এএম

পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

বাস-ট্রাক সংঘর্ষ। ছবি সংগৃহীত

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 

শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে সেতুর মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় বাসের যাত্রী রাকিব নামের একজন ও অজ্ঞাত আরও একজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের অন্তত ১২ যাত্রী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পদ্মা সেতু (উত্তর) থানার ওসি জাকির হোসেন জানান, ইমাদ পরিবহণের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম