Logo
Logo
×

সারাদেশ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

নিহত এসআই বোরহান উদ্দিন

ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বোরহান উদ্দিন (২৭) নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

শনিবার দুপুর ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর উপজেলার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর ধরে মাগুরা জেলার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। পথে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

মহম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক পরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন বলেন, তিনি থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিলো না। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক (ঘিলু) বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান বলেন, এসআই বোরহান উদ্দিন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। তার লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম