Logo
Logo
×

সারাদেশ

হবিগঞ্জে বিপুল ভারতীয় পণ্য জব্দ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

হবিগঞ্জে বিপুল ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সীমান্তবর্তী স্থান থেকে এসব পণ্য জব্দ করা হয়। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালায় হবিগঞ্জ ৫৫ বিজিবি

বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. তানজিলুর রহমান জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখন্ডতা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে আমরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি ট্রাকে তল্লাশি করে ১৫ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চুইজাল জব্দ করা হয়। চুনারুঘাট উপজেলার কাদালংকা নামক স্থান থেকে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী আটক করা হয়। এছাড়া চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া বিওপি ও মাধবপুর উপজেলাধীন হরিণখোলা, মনতলা বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ি ও সিন্দুরখান বিওপিতে পৃথক ৯টি অভিযান চালিয়ে ৩ লাখ ৭ হাজার ২১০ টাকার ৯১ বোতল ভারতীয় মদ, ১৯ কেজি গাঁজা, ৮১ বোতল ইস্কফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, আতশবাঁজি, চিনি এবং ২টি বাইসাইকেল জব্দ করা হয়। আটককৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম