চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি শাহনেওয়াজ সম্পাদক জুয়েল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে হোসেন শাহনেওয়াজ (দৈনিক নবরাজ) ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন জুয়েল (দৈনিক যুগান্তর ও যমুনা) নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে সাধারণ সভার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে উৎবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ ও সাপ্তাহিক সোনাসমজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোনাব আলী।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫-২০২৭ দুই বছর দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত কমিটি প্রেস ক্লাবের সব সদস্যসহ জেলার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনে সহ-সম্পাদক পদে দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার প্রতিনিধি হারুন অর রশিদ নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে ৭১ টেলিভিশন ও দৈনিক সমকালের প্রতিনিধি একেএস রোকন ও কোষাধাক্ষ পদে সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচিত হন।
এদিকে সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও সীমান্তের কাগজের সম্পাদক ও প্রকাশক জাফরুল আলম নির্বাচন চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সাংবাদিক জাফরুল আলমের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা।
