চুরি করতে গিয়ে দায়ের কোপে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১০:১৩ পিএম
আটক ইকবাল হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জে চুরি করতে গিয়ে দায়ের কোপে সাইমুন হাসান রনি (২৭) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৪ জুন) সকালে মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইমুন সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের বদিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির বাসিন্দারা রাতে টিন কাটার শব্দ শুনে ঘরের দরজার কাছে গিয়ে দেখেন, এক ব্যক্তি দরজা খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। সন্দেহজনক হওয়ায় ঘরে থাকা দা নিয়ে একজন অপেক্ষা করতে থাকেন। দরজা ফাঁক করে যখন ওই ব্যক্তি ভেতরে হাত ঢোকায় তখন ইকবাল হোসেন নামে একজন তাকে দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যায়। পরে শনিবার সকালে মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের বোন হোসনা বেগম বলেন, আমার ভাই চোর ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন (ক্রাইম) বলেন, মাইজবাড়ি এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সময় দা দিয়ে কোপ দেওয়ার পর ওই যুবকের মৃত্যু হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন।
পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
