Logo
Logo
×

সারাদেশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:০০ এএম

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবস। যা সামনে রেখে শনিবার রাজধানী ঢাকায় ফেরা মানুষের ঢল নামে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত যমুনা সেতু এলাকায় দেখা যায় তীব্র যানজট। আর এমন দিনে বেড়েছে টোল আদায়।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। যার বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকার।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর বলেন, গতকাল শনিবার (১৪ জুন) উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ২৬৬টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। একই সময়ে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩২৯টি। এসব থেকে আদায় হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৫০ টাকা।

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে যেমন যানজট ও ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষজন, তেমনভাবে ঈদের পর কর্মস্থলে ফিরতে গিয়েও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এবং যমুনা সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়কে যানজট ও ধীরগতির কারণে দুর্ভোগ পোহাতে হয়েছের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খায় যমুনা সেতুর দুই পাড়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। বিপরীত ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম