Logo
Logo
×

সারাদেশ

সাটুরিয়ায় গরুর হাটে হাসিল বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:৩৮ পিএম

সাটুরিয়ায় গরুর হাটে হাসিল বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

ছবি : যুগান্তর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের ঐতিহ্যবাহী গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৭টার দিকে এলাকাবাসীর ব্যানারে হরগজ বাজারে এ কর্মসূচি পালিত হয়।

প্রায় ৫০ বছরের পুরোনো এ গরুর হাটটি হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘ ১৭ বছর ধরে হাটে গরু প্রতি হাসিল নির্ধারিত ছিল ২০০ টাকা। তবে, সম্প্রতি এ হার বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। এমনকি, ঈদের সময় ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

প্রতিবাদে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘আমাদের গর্বের হরগজ গরুর হাট সারাদেশে পরিচিত একটি হাট। কিন্তু ইদানিং অতিরিক্ত হাসিল আদায়ের মাধ্যমে হাটের সুনাম নষ্ট হচ্ছে। আমরা চাই হাটে গরু প্রতি সর্বোচ্চ ১৫০ টাকা হাসিল নির্ধারণ করা হোক।’

হরগজ গ্রামের শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘কারা এ অতিরিক্ত হাসিলের টাকার ভাগ নিচ্ছে তা এলাকাবাসী জানতে চায়। এ হাটের আয় স্কুলের উন্নয়নের জন্য ব্যবহৃত হলেও এখন তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।’

তবে, অভিযোগ মানতে নারাজ হাট পরিচালনা কমিটি। তারা বলছে, ঈদ উপলক্ষে সাময়িকভাবে কিছু অতিরিক্ত টাকা আদায় করা হয়েছিল। তবে বর্তমানে পূর্বের ন্যায় ২০০ টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর হাটের ইজারা দেওয়া হয় ‘আব্দুল্লাহ’ নামের এক ইজারাদারের কাছে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তার কাছ থেকে অতিরিক্ত অর্থ দিয়ে হাটটি পরিচালনার দায়িত্ব নেয়।এ কারণেই সাময়িকভাবে বাড়তি হাসিল নেওয়া হয়েছিল।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রাজিব বলেন, ‘ঈদের সময় কিছু অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল। তবে, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আগের হারেই হাসিল নির্ধারণ করা হয়েছে। আমরা ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় স্কুলের নামে হাট পরিচালনা না করার সিদ্ধান্ত নিচ্ছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম