Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:২১ পিএম

গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪)।

রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শাহরিয়ার রহমান হ্যাভেন চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে জমি-জমা নিয়ে প্রতিপক্ষের পূর্ববিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ভোরে মারা যান হ্যাভেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার সকাল ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

জিএমপির সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, হ্যাভেনের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিহতের  পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

এ ব্যাপারে তদন্ত চলছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম