Logo
Logo
×

সারাদেশ

সাপের কামড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:৫৪ পিএম

সাপের কামড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

রাজশাহীর বাঘায় সাপের কামড়ে স্কুলশিক্ষক নন্দ দুলাল কর্মকারের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নন্দ দুলাল কর্মকার আড়ানী ইউনিয়নের পান্নাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি পান্নাপাড়া গ্রামের মৃত আন্দু কুমার কর্মকারের ছেলে।

জানা গেছে, শিক্ষক নন্দ দুলাল কর্মকারকে শনিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে বিষধর সাপে কামড় দেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

এ বিষয়ে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে বাল্যবন্ধু আনোয়ারুল হক বারিন বলেন, সাপে কামড় দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম