Logo
Logo
×

সারাদেশ

জামায়াত কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১০:০৪ পিএম

জামায়াত কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

গ্রেফতার যুবলীগ নেতা সোহানুর রহমান আজম। ছবি: যুগান্তর

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং এক সময় ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।

ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ২০১৪ সালে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আজমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দীর্ঘ সাড়ে ১০ বছর পর গেল বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম