Logo
Logo
×

সারাদেশ

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা খুন

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:১৭ পিএম

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা খুন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত যুবদল নেতা নজরুল ইসলাম। ফাইল ছবি

বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে  প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এছাড়া তার ভাই মো. জালাল হোসেন (৫৫) গুরুতর আহত হয়েছেন।  

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের রুস্তম আলীর ছেলে আজাদ হোসেন ও জাকির মাহমুদের ছেলে আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

নিহত নজরুল উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে। তিনি জয়কলস ইউনিয়ন যুবদলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। আহত মো. জালাল হোসেনকে সংকটাপন্ন অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে জামলাবাজ গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে তাজউদ্দিন ও নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠকও হয়েছে। সর্বশেষ গত ৫ দিন আগে একই ইস্যুতে নিহতের মাকে মারধর করে তাজউদ্দিন ও তার পক্ষের লোকজন। 

এ ঘটনার জেরে রোববার সকাল সাড়ে ৬টার দিকে বাগবিতণ্ডায় জড়ায় দুইপক্ষ। একপর্যায়ে তাজউদ্দিন পক্ষের ১৫ থেকে ২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলাম ও মো. জামাল হোসেনের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন নজরুল ইসলাম ও জামাল হোসেন। 

পরে দুইজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মো. জামাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সংকটাপন্ন অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের খালা ফয়জুন নেছা, ফুফাতো বোন রাহেনা বেগম ও চাচাতো ভাই মাহবুব আলম বলেন, তাজউদ্দিনের নেতৃত্বে রোববার সকালে একদল লোক নজরুল ইসলাম ও জামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন। হাতজোড় করে অনুরোধ করেও বাঁচাতে পারিনি নজরুলকে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনসার উদ্দিন যুগান্তরকে বলেন, নজরুল ইসলাম জয়কলস ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। বিগত পনেরো বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। জায়গা-জমির তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে এলাকার একটি গোষ্ঠী তাকে হত্যা করেছে। 

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম