Logo
Logo
×

সারাদেশ

বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:০৪ এএম

বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতীকী ছবি

কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার সকাল ৯টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ছেলে রিয়াদ (৯), রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী বাস ও বিপরীত থেকে আসা কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় ও রাস্তার পাশে জমিতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে আহতদের বাস কেটে উদ্ধার করা হয়েছে।

রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম