Logo
Logo
×

সারাদেশ

সুবর্ণচরে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধ করল প্রশাসন

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:০৭ এএম

সুবর্ণচরে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধ করল প্রশাসন

নোয়াখালীর সুবর্ণচরে ঈদ আনন্দ নামে মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর অভিযোগে রোববার এ মেলা বন্ধ করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা। ওই দিন রাতেই আয়োজকরা প্রধান ফটকসহ সব দোকান সরিয়ে নেয়।

জানা যায়, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাট বাজারের পাশে ১৫ দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা আয়োজনের উদ্যোগ নেন জামাল উদ্দিন সেন্টু। সেখানে মেলায় আনন্দ বিনোদনের জন্য নানান খেলা থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খেলাধুলার পাশাপাশি বিচিত্রা অনুষ্ঠানের নামে চলছিল অশ্লীল নৃত্য। এতে করে উঠতি বয়সি যুবকেরা হুমড়ি খেয়ে ছুটছিল মেলা অভিমুখে। এছাড়া রাতে ঘনিয়ে আসলে জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে প্রতিবাদ জানায় স্থানীয়রা। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসে। তারপরই আয়োজককে মেলা বন্ধের নির্দেশ দেন ইউএনও।

ইউএনও রাবেয়া আসফার সায়মা বলেন, ‘আমরা মেলাটি বন্ধ করে দিয়েছি। অনুমতি ছাড়া মেলার সুযোগ নেই। আগামী দিনে কেউ এমন আয়োজন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম