Logo
Logo
×

সারাদেশ

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ ১

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ ১

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ধলেশ্বরী নদীতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : যুগান্তর

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পেশায় রাজমিস্ত্রী নিখোঁজ মো. লোকমান হোসেন (২৮) ভোলার তজুমউদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম ছেলে।

জানা যায়, ঈদ উদযাপন শেষে ‘ফারহান-৩’ নামের একটি লঞ্চে করে স্ত্রী রিপা, চাচাতো ভাই শিহাদ ও সোহেলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন লোকমান। মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চটি থামলে সফরসঙ্গী সোহেলকে নামিয়ে দিতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান লোকমান।

শিহাদ বলেন, ‘লঞ্চটি তখন ঘাটে ভিড়ানো ছিল। সোহেল নামার সময় লোকমান পিছন থেকে সহায়তা করছিল। ঠিক তখনই তার পা পিছলে যায় এবং সে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ’

ঘটনার পরপরই নিখোঁজ লোকমানকে উদ্ধারের জন্য ৯৯৯-এ কল করা হয়। পরে ভোর থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ। সোমবার বেো ১১টা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম