প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ২ স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০১:৫৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর পাংশায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া দুই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ওই দুজনকে ধারালো ছুরির ভয় দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে আলাদা দুটি মামলা করা হয়েছে।
রোববার সকালের দিকে উপজেলার সরিষা ইউনিয়নের
নাওরাবনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশের পানের বরজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিহাব (২০)
নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ভুক্তভোগী দুই শিক্ষার্থী হাট
বনগ্রাম আতাহারুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। এ সময়
তাদের গতিরোধ করে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের উজ্জলের ছেলে শিহাব
ও জেহের আলীর ছেলে হাসমত (২১)। ওই স্কুলছাত্রীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে পানের বরজের
ভেতর নিয়ে যায় তারা। সেখানে অভিযুক্তরা ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ
করে। পরে তারা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বলেন,
‘আমার মেয়ের সঙ্গে যা হয়েছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি মোহম্মদ সালাউদ্দিন বলেন, ‘হাসমত ও শিহাব নামের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর
মধ্যে শিহাবকে আটক করে হয়েছে। হাসমতকে আটকে অভিযান চালানো হচ্ছে।’
