Logo
Logo
×

সারাদেশ

যশোরে ধর্ষণের শিকার সেই শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৫:৫০ পিএম

যশোরে ধর্ষণের শিকার সেই শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান

যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। 

এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি, ড্যাব যশোরের নেতারা উপস্থিত ছিলেন। তারা নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন। একই সাথে তাদের তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে যে কোনো জায়গায় যে কোনো ক্রাইসিসে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। গণমাধ্যমে শিশুটি ধর্ষণের শিকার নিয়ে নিউজ হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এখানে এসেছি। শিশুটির সঙ্গে কথা বলেছি, তার পরিবার, চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে শিশুটির যে কোনো সহায়তায় বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে।

তিনি বলেন, দেশে এখন এক লাখের বেশি ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা পেন্ডিং রয়েছে। এসব মামলা দ্রুত যাতে নিষ্পত্তি হয়, সেই কারণে বিএনপি আইননি সেল ও চিকিৎসা সেল গঠন করেছে।  

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌগাছায় শিশুটি পাশবিক নির্যাতনের ঘটনার শিকার হওয়ার পর বিএনপির নেতাকর্মীরা তাকে উদ্ধার বরে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের আন্তরিকতায় শিশুটির অবস্থা এখন উন্নতির দিকে। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসকরা কাজ করছেন। আইননি সহায়তার জন্য আমাদের যে লিগ্যাল এইড টিম রয়েছে সেই সদস্যরাও আইনি সহায়তা দিচ্ছে। শিশুটির পাশে বিএনপির নেতাকর্মীরা সব সময় থাকবে।

আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমার মেয়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোনো শিশুর উপর না ঘটে। বুকে জড়িয়ে ধরে কোনো মায়ের যেন আর চাপা কান্না করতে না হয়। এই ধরনের ঘটনার বিচার হওয়া উচিত। দৃষ্টান্তমূলক বিচার হলে এসব কর্মকাণ্ডে আর কেউ জড়াবে না। এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জেলার নেতাদের ধন্যবাদ জানান। 

গত বুধবার যশোরের চৌগাছায় বাড়ির পাশে শিশুটিকে ধর্ষণ করে এক প্রতিবেশী। এরপর শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম