বেড সুইচে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৭:০৩ পিএম
মৃত মো. আরাফ হোসেন। ছবি:স যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টায় আরাফের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আরাফ হোসেন উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মো. মাহফুজার রহমানের ছেলে এবং আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা মো. ফজলে আলম শাহীন জানান, রোববার রাতে নিজ কক্ষের বেড সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরাফ। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষে তার আত্মার মাগফিতার কামনা করে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
