চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর আহত, পা বিচ্ছিন্ন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৮:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে এক অজ্ঞাত কিশোর। ছাদ থেকে পড়ার পর ট্রেনে কাটা পড়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে পৌর সদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার আহমদ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়ে যাওয়ার সময় ওই কিশোর নিচে পড়ে যায়। এরপর ট্রেনের চাকায় তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, আহত কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
